কিছু কথা ছিল, ছিল কিছু স্মৃতি,
সাথে আছে তারাই শুধু, মানুষগুলোর অনুপস্থিতি,
বিরহ বেদনা নয়, শুন্যতা নয়, নেই অতীতের হাতছানি,
বর্তমানে, দিনের শেষে তারা দেয় সামান্য একটু উঁকি,
বিশ্লেষণ, যুক্তি, তক্কো, সমস্তই সহমত পোষণ করে,
এগিয়ে যাওয়ার পথকে তারা সবাই সমর্থন করে,
বেঁচে আছে তারাও, যারা বর্তমানে মৃত,
বাস্তবিক অনুপস্থিতি ভাবায়, সংকীর্ণ, মনের আকার আকৃতি,
মানুষের মাঝে কাজ করি, সময় কাটে সাথে,
তবু দিনের শেষে খেলাঘরে শূণ্যতার ছোঁয়া লাগে,
বাস্তবিক অস্তিত্বে অবস্থান যেন তারই সন্ধান চালায় খালি,
যুক্তি তক্কো বুদ্ধিমত্তা এগিয়ে চলার পথকেই সমর্থন করে খালি,
সবার স্থানে সবাই বিরাজ করে, কেউই এগিয়ে বা পিছিয়ে নয়,
কিছুটা দায়িত্ব সময় নেয় আর বাকিটা বর্তমান বয়,
চাওয়া পাওয়ার দোটানায় চাওয়ার তালিকা বাড়ে,পাওয়ার তালিকাও যে কম নয়,
তবু,আশা জন্মায়, কেউ যদি অবস্থানের সীমা লঙ্ঘন করে,
দোটানার খেলা চলে খেলাঘরে ক্ষেত্র নির্বিশেষে, যেন চাওয়া পাওয়া, উপস্থিতি অনুপস্থিতির খেলা,
শান্তিপূর্ণ জীবনের মাঝে দোটানাই তো নিয়ে আসে যুদ্ধ বিগ্রহের ছোঁয়া,
শান্তিপ্রিয় সামাজিক প্রাণীর যুদ্ধে বেশ অরুচি,
পছন্দই যত নষ্টের গোড়া, ব্যক্তি বিশেষে বিশেষণ পাল্টায় খালি,
দোটানার মাঝে জীবন চলবে, সবার মাঝে সবার সামনে ঠিক,
সমাধান সূত্র নিজেরই হাতে, যুক্তি তক্কো বুদ্ধিমত্তা সমর্থন করবে ঠিক,
অনুশীলনের হাত ধরে সমাধানবিন্দুতে পৌঁছতে পারবে সবাই, ঠিক,
যাত্রাপথ টুকু নিয়ে, দুশ্চিন্তা শুচিন্তা, সময়ের সাথে পাল্টে যাবে ঠিক।
Osadharon 💝
LikeLike