খেলা হবে

বৃহত্তর হওয়ার খেলা ছিল,
সমৃদ্ধ হওয়ার ছিল খেলা,
হার জিতের সাথে ছিলো গুনের বেশ সম্পর্ক,
বিরোধীকে ছোট করে নয়, ওদের চেয়ে আরো শ্রেষ্ঠ হয়ে ওঠার ছিল খেলা,

খেলা ছিল ভালো খেলার, গুণগত মান বজায় রেখে,
ওরা তারা না ভেবে, নিজেরা সমৃদ্ধির পথে এগিয়ে যেতে,
উজ্জলের সামনে আরো উজ্জ্বল আলোকে প্রকৃতিবাসী উপকৃত হলে,
রং, অভিমান আর অহংকারের চেয়ে নাহয় আরো ভালো কিছু অজুহাত পেতে,

তবু হাস্বস্কর অজুহাতের ভিড়ে, সেবামূলক খেলার মাঠে মালিকশ্রেণি আজ বিধস্ত,
প্রতিনিধিরাই সর্বস্ব এখানে, যার প্রতিনিধি তিনি নিশ্চিতভাবে মূক, অন্ধ আর বিবেচনা ক্ষমতা লুপ্ত,
যাদের দেওয়া টাকায় বেতন, যাদের দেওয়া ক্ষমতা,
তাদের অস্তিত্ব বিপন্ন হলে, পাশে আসে হাতে গোনা কয়েক জন,আর বাকি করে যেন আদিখ্যেতা,

খারাপকে খারাপ আর ছোটকে আরো ছোট করার যেন খেলা,
নিজের শ্রেষ্ঠত্ব প্রমানের উঠেছে যেন অদ্ভুত এক জ্বালা,
জ্বলছে প্রত্যেকে, কেউ কম কেউ বেশি,
মালিকের কাছে প্রতিনিধি ক্ষমতা প্রদর্শন করে, বিশ্বের প্রথম এ খেলায়, আমরা সবাই মানি,

বুদ্ধি ও নীরবুদ্ধিতার খেলা চলে আসছে, তবু আসল নামে ডাকা হয়নি আজও,
আসল নামে অপমান যে মালিক শ্রেণীর, তাই ভ্রমিত তারা আজও,
তাদের জন্যই সর্বস্ব, তাদের জন্যেই এতো আয়োজন,
খেলা চলছে যেন স্বল্পকালীন মহানত্যের প্রদর্শনীর দ্বারা, যেন তেনো ভাবে শুধু জয় লাভের প্রয়োজন,

উপেক্ষিতরা উপেক্ষিত তবু কখনো রং আবার কখনো আবেগী খেলা ধুলো,
ক্ষমতা ও অর্থের কাছে আবেগ নতি স্বীকার করে, বার বার যেন চোখে আঙ্গুল দিয়ে দেখায় এ খেলা অকারণ,
তবু খেলা হবে, যেখানে থাকবে রং, আবেগ আর মালিকপক্ষের প্রতি উপেক্ষা,
ব্যবহৃত শ্রেণী ব্যবহৃত হয়ে চলবে, অভাব বিনাশ না করে স্বল্প সুযোগসন্ধানে সন্তুষ্ট ওরা,

বিভাজন বাদ আজও অস্তিত্বে, অন্য মোড়কে খালি প্রদর্শিত,
তাইতো কর্মচারী মালিককে লাইনে দাঁড় করায়, শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ থেকে নির্দেশিত,
সবাই সন্তুষ্ট, সবাই আশাবাদী, নিজেদের কিছু নিবেশ না করেই হবে প্রগতি,
এমনি এমনি কিছু হয় না যে, এগোবে সবাই সেদিন, যেদিন প্রত্যেকের বাড়ির বাইরে সমাজে প্রয়োগ হবে এই নীতি। 

1 thought on “খেলা হবে”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s