ব্যাধি আজ প্রকাশিত, উপেক্ষিত বিশ্লেষণ,
তথ্য সবার হাতে, উপেক্ষিত অনুভূতি ও মন্থন,
বিরক্তি চূড়ান্ত পর্যায়ে, উপেক্ষিত মহামারী, গুরুত্ব আবেগে,
মৃত্যুটা খালি সংখ্যা মাত্র, নিজের বাড়িতে প্রবেশ না করলে,
প্রতিরোধ ক্ষমতাকে কেউ বানিয়েছেন মুদ্রা, জমিয়েছেন ছয় মাস,
খরচ করবেন এখন তাই কারণ, মনে উৎসবকেন্দ্রিক রয়েছে কত কি ইচ্ছের বাস,
মহামারীর মাঝে গুরুত্ব পেলো অর্থ, জীবিকা আরো অনেক প্রয়োজনীয়,
জীবনের গুরুত্বটা আর ফিরলো না, অনুভূতিগুলো থেকে গেলো শেষে উপেক্ষিত ,
কেন শেষে, মহামারী যে এখনো চলছে,
শেষে কারণ, কালকের সূর্যটা অনেকে দেখতে পাবেননা, সেটা কেউ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়নি আগে এসে,
অনুভূতি, বাণিজ্য, শিল্প, এদের কাছে খুবই ছোট,
তাই জীবন নিয়ে ব্যবসা ও মুদ্রার লেনদেন হয়, আর পরিবার মানে শুধুই দায়িত্ব, অনুভূতিগুলো অনেক পরে এসে জোটে,
জীবনে কাজ বড়ো, কিন্তু কাজের পরিকল্পনার জন্য প্রয়োজনীয় কল্পনা প্রত্যেকের কাছে কেমন উপেক্ষিত,
পরিবারের সদস্যরা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সম্পর্কের মুখ্য উপাদান আবেগ কোথাও যেন একটা উপেক্ষিত,
ব্যবসায়িক পরিকল্পনাতে আবেগকে হাতিয়ার বানানো হয় অর্থের জন্য কিন্তু জীবনে আবেগ, সম্পর্ক আর মানুষ সবাই কেমন উপেক্ষিত,
জীবিকার কাছে জীবন হারে, এই মহামারীতে আজ প্রমাণিত।
মনে চাপা ক্ষোভ, মন খুলে উপভোগটা ঠিক হচ্ছে না,
দীর্ঘদিনের উপেক্ষিত সম্পর্ক আর জোড়া লাগাতে ভালো লাগছে না,
পালিয়ে বেড়াতে ইচ্ছে করে, ইচ্ছে করে নিজ কর্মক্ষেত্রে যেতে,
বাড়িটা খুবই সেকেলে, ঋণাত্মকতা মাঝে মধ্যেই ডানা মেলে,
রোগ আজ রোগ নয়, সামাজিক পরিচিতির এক অনন্য মাধ্যম,
চিকিৎসা চললে বিশেষ নজর থাকে সেই ব্যক্তিত্বের ওপর সর্বক্ষণ,
ব্যাধির চিকিৎসা মিললেও এক বিশাল ব্যাধির চিকিৎসা বাকি,
রোগের নাম উপেক্ষা, তাকে রোগের তকমা পর্যন্ত দেওয়াতে রয়েছে ফাঁকি,
এরপর আমরা দৈনন্দিন, তাকে বেশ আপন করে নিয়েছি,
উপেক্ষা উপেক্ষিত হয়ে সমাজে বেঁচে আছে ঠিক,
এর ফলাফল ভোগ করবো চুটিয়ে, শেষে আমি আপনি ঠিক।