অর্থ

অর্থের একটা অর্থকে, মানে বলা হয়, 
কিন্তু মানব সভ্যতায় অর্থের, নানান মানে হয়,
কোনো বস্তুকে বেঁধে রাখতে, যেমন প্রয়োজন হয় দড়ি,
মানবসভ্যতার বন্ধন ধরে রাখার, তাকে আরেকটা আধার মানি,

সম্পর্ককে টিকিয়ে রাখে, অপছন্দ থাকলে বাড়তে দেয় না দূরত্ব,
অনেক সময় দুর্বলতা ও অসহায়তার অনুভব করায় এই অর্থ,
আবেগের ঘাটতিকে শব্দ দেয়, নতুন প্রচেষ্টার জন্ম দেয়, দিক করে টিকিয়ে রাখার,
মানুষ ক্রয় করা না গেলেও, সম্পর্ক ধরে রাখার এ এক অদ্ভুত হাতিয়ার,

জোর করে সম্পর্কে স্থিতিস্থাপকতার কাজ করে,
মধ্যবিত্ত পরিবারে এর দোহাই দিয়ে রোজ অনেকে সন্ধি করে,
অর্থ পরিচালিত করে, বাজারে সবাই বলে,
আবেগের পরিচালনা কি তাহলে অর্থের হাত ধরেই ঘটে?

নিরাপত্তার অর্থ পাল্টায় অর্থের হাত ধরে,
দূরদৃষ্টতার উদাহরণ উঠে আসে অর্থের পরিকল্পনার জোরে,
উপার্জনের মাধ্যম খোঁজে, আবেগ অব্যক্ত রেখে,
দৈনন্দিনের বোঝাপড়ায় সে প্রেক্ষাপটের কাজ করে,

বিশ্ব, বাজার, রাজনীতিকে আজ নিজের মুঠোয় রাখে,
সফলতা পরিমাপের ক্ষেত্রে চাবিকাঠির কাজ করে,
অর্থ ছাড়া সবই অর্থশূন্য সবাই এই বিচার করে,
আবেগের সাথে অর্থের ভারসাম্যের কথা আজ খুব কম মানুষই করে,

অর্থের পরিমান বৃদ্ধির উদ্দেশ্যে দৌড় চলছে চারপাশে,
মানুষের আচরণের পরিচয় যে আবেগগুলো, তাদের নিশ্বাস বন্ধ হয়ে আসে,
সমাধান আছে সমস্ত কিছুর, কিন্তু নেই তাৎক্ষণিক অর্জনের বাসনার,
তাই অর্থ ততটাই ঘৃণ্য, যতটা সে স্নেহের পাত্র আজ, 

অর্থ ও তার বিশ্লেষণে পৃথিবীর চেহারা পাল্টায়,
আবেগের বিশ্লেষণে মানুষের মানসিক পরিকাঠামো শক্ত হয়,
প্রবেশাধিকারের নিয়মাবলী তৈরী করে সেই বিশ্লেষণ,
একটা অর্থ পাল্টাতে পারে অন্য অর্থের দৃষ্টিকোণ। 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s