অন্যের সমালোচনার দ্বারা মানুষ হতে চাইছে বিখ্যাত,
কীর্তিমান হওয়ার লোভে অন্যের তাচ্ছিল্য অব্যাহত,
সম্মান ও অর্থের উদ্দেশ্যে চারিপাশে জন্মেছে শিল্পী,
জ্ঞান ও প্রশিক্ষণের ঘাটতি, তাতে মানুষগুলোর দোষ কি??
ছোটদের প্রতিভা তুলে ধরা হচ্ছে বিভিন্ন রিয়েলিটি শোয়ের মাধ্যমে,
তাদের পরিশ্রম নিবেদিত মানুষের বিনোদনে,
প্রতিভার যথাযথ বিকাশের জন্য প্রয়োজন শিক্ষা ও জ্ঞানের,
ওরা ভারসাম্যের চেষ্টাতে থাকে আর অন্যেরা থাকে সহজ পদ্ধতির সন্ধানে,
ছোট করে অন্যকে একদল বাড়াচ্ছে সমাজ মাধ্যমে অনুগামীর সংখ্যা,
আলোচনার নামে ছেটানো হচ্ছে কাদা, রটছে কুৎসা,
মৌলিক অধিকার ও নাগরিক স্বাধীনতার বিস্তর ফলাফল সমাজে,
শুভচিন্তক ও পরিবেশের ভালো করার মতো মানুষের অভাব নেই আসে পাশে,
ক্ষনিকের আনন্দ ও স্বীকৃতি মিলছে, কিছু মানুষ বাহবা দিচ্ছে,
সামাজিক প্রতিপত্তি মনে হয় লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে মাপা হচ্ছে,
অন্তর্জালে বিস্তর পরিচিতি আজ নতুন সামাজিকতা এনেছে,
যুব সমাজে এখন সবাই ভাইরাল জ্বরে মেতেছে,
বিচার করার মতন দৃষ্টিকোণ ও জ্ঞানের আজ অনেকেই অধিকারী,
বিচারসূলভ মানসিকতা বিশ্লেষণের নামে ছড়াচ্ছে তীব্র গতিতে ভারী,
আলোচনা ও বিশ্লেষণের ভিড়ে শালীনতা ও ভাষার সীমারেখা আজ মুছেছে,
মৌলিক অধিকার, সামাজিক বিশ্লেষণের প্রেক্ষাপটে এক নতুন শালীনতার জন্ম দিয়েছে,
উগ্র, অধৈর্য ও শিক্ষিত বক্তা মানুষের ভিড় চারিপাশে,
মুখের ভাষা দিয়ে লাগাম টানা হচ্ছে বিভিন্ন রূপে ও বেশে,
নিজের প্রভাব সমাজ মাধ্যেমে বিস্তার করার অদ্ভুত পদ্ধতি,
ঘাড়ের ওপরের এরূপ পুষ্টিতে আসছে নাতো, মস্তিষ্কে বিকৃতি??