হালখাতা

সমাজে ছিল উচ্চস্থান
সম্মান ছিল চোখে
পরিবারে আলাদা গুরুত্ব ছিল
সভ্যতা ছিল ব্যবহারে

অতীতের মনোরম গল্প আজ
ইতিহাসের পাতায় ঠাঁই
পশ্চিমায়নের ছোঁয়া, অর্থনীতির দ্বারা প্রভাবিত সমাজ,
মানুষ আর আবেগের যায়গা নাই

নাম ছিল তার ভারতীয় সমাজ,
ছিল নারীদের মর্যাদা ও সম্মান,
অর্থাভাব যদিওবা ছুঁয়েছিল,
ছুঁতে পারেনি ভয় ও অধিকার ছিনিয়ে নেওয়ার বান, 

ছিল সমস্তকিছুর মধ্যে শালীনতার ছোঁয়া,
অর্থনীতি প্রভাবিত হতো সমাজে থাকা মানুষের দ্বারা,
মানুষের গুরুত্ব বেশি ছিল তখনো,
দেশের অর্থনীতি ছাড়া,

ইংরেজদের ছোঁয়া, ক্ষমতা ও অর্থের লোভ সামাজিক আবেগের মূল্য দিলো কমিয়ে,
যে নারীর আবেগ ছিল পরিচিতি, তার হাতে দিলো তরোয়াল ধরিয়ে,
সচেতন হলো সবাই সবার অধিকার নিয়ে,
ক্ষমতাশালীদের জয় জয়কার হলো, অন্যায় যত ইচ্ছে করুক গিয়ে,

আবেগের চেয়ে পদের গুরুত্ব বাড়তে থাকলো,
এলো তার সাথে অপব্যবহারের ছোঁয়া,
স্বাধীন দেশে পরাধীনতার স্বাদ,
পাল্টাতে পারেনি কিছুই, সত্তর বছরের গণতন্ত্রের ধোঁয়া,

আজও সমাজে আছে ক্ষমতার অপব্যবহার,
দুর্বলের প্রতি সবলের নৈতিকতাহীন আক্রমণ ও অত্যাচার,
আত্মনির্ভর ভারতের বীজ বপন করা হচ্ছে,
যে মাটিতে লাঙ্গল ইংরেজদের দর্শন চসে গেছে,

নারীরা দাবি করছে সমমর্যাদার যেখানে তারা ছিল উচ্চ,
পশ্চিমায়নের ছোঁয়া, অর্থ আর ক্ষমতাকেন্দ্রিক বিশ্বায়নের নীতি, সব করে দিলো তুচ্ছ,
হৃত গৌরব ফিরে পাওয়া দূরে থাক, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার রীতি,
মৌলিকতা কেড়েছে, পরিচিতি কেড়েছে, খালি হয়েছে সংজ্ঞার রাজনীতি,

তাদের দেশে মহিলাদের ব্যবহার করা হয়েছে অর্থনীতির দোহাই দিয়ে বারবার,
ইতিহাসের পাতা পাল্টে দেখো, জাতির পরিচিতি বিপন্ন এবার,
আমাদের সমাজে আবেগ, কর্তব্য ও চরিত্রের গুরুত্ব আছে যা আজকে গালি যোগ্য,
ওদের দেশে ভারত অসভ্য, পিছিয়ে, এদেশে ভেবে যদি কেউ একবার দেখতো,

সভ্যতার আড়ালে অব্যক্ত, অস্বীকৃত আবেগের ভিড়,
আর তাদের স্বীকৃতি দিতেই দেশের মাটিতে পশ্চিমায়নের নীড়,
সুখে আনন্দে থাকাটাই মুখ্য উদ্দেশ্য মোদের, যা নেই ওদের সংস্কৃতিতে,
তাই বারে বারে পশ্চিমীরা ভিড় করে, আমাদের দেশের মাটিতে,

নিজেকে নিজে চেনার তত্ত্ব জন্মেছে যে দেশে,
সেই মাটিতে অন্যের সংজ্ঞাতে সংজ্ঞায়িত হওয়ার চল, বর্তমান পরিবেশে,
উন্নত জাতির উন্নতি, উন্নত কর্মের হাত ধরে,
সব জলাঞ্জলি আজ, পশিমায়নের প্রবেশকে উপলক্ষ্য করে,

কেউ বিচার্য নয়, খালি পরিচিতি ও উন্নতির লক্ষ্য,
গুণমানের সাথে আপোষ যেখানে জড়িত হয় সম্মানের লোভে কৃতকর্ম,
পরিদর্শনে অনুভব বাড়ে, বাড়ে কর্মের গুণমান,
অনুকরণে মৌলিকতা নেই, কালের হাত ধরে অস্তিত্বে পড়ে টান।

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s