নিজের সামাজিক ছবি অনেকের সাথে মিশতে বাধা দেয়,
নিজের সামাজিক ছবি অনেক কথা বলতে বাধা দেয়,
সামাজিক ছবি অনেক কাজের মধ্যেও বাধা দেয় আর,
এই সামাজিক ছবি মাঝে মধ্যে দূরত্বের অনুভূতিরও জন্ম দেয়।
ঘটনাগুলো ঘটে আমাদের জীবনে,
অনুভূতিগুলো নঞর্থক মুহূর্তের জন্ম দেয়,
এপারের প্রতি তিক্ততা ও ওপারের মাধুর্যের জন্ম দেয় মন,
বাধা বিপত্তির মাঝেও চিত্ত খালি ওপারের দিকে খেয়া বয় প্রতিক্ষণ।
আক্ষেপ জন্মায়, জন্মায় সমাজ ও সংসারের প্রতি ভর্ৎসনা,
বিষাক্ত চিন্তা ভিড় করে, বাড়ায় উন্মাদনা,
সামাজিক ছবি কাম্য অনেকের, অনেকের কাছে বোঝা,
মেনে নেয় উভয়পক্ষই শেষমেষ, জীবন তো ঈশ্বরের হাতে লেখা।
কিন্তু না পাওয়াকে পাওয়ার ইচ্ছে,
না পাওয়ার থেকে জন্মানো বঞ্চিত অনুভূতির বিষে,
প্রতিহিংসার রক্তবীজ বপিত এক রক্তিম সন্ধ্যার নিশে,
মানবসমাজ তথাকথিত অসামাজিকদের জন্ম দেয়, এক রক্তাক্ত ধ্বংসাবশেষের নিচে।।