
মন ভালো না রাখা, মানুষ কে ভালো না রাখার উপায় বের করা হচ্ছে ঠিক,
সব কিছু জেনেও কেন এমন কাজ
সব কেনগুলোকেই লিখলাম, ভয়ের মোড়কে আজ
উত্তরগুলো জানা নেই, অদৃষ্টের দেখা নেই,কালকের সূর্য দেখার তাড়া নেই, আজকের দিনটাকে রাত বানাবার কোনো অভীষ্ট নেই
তাহলে কেন? এতো ভয়, এতো ঋণাত্মকতা কেন?
সবাই কি সত্যিই দেখতে চায় ছিয়াত্তরের মন্বন্তর আরো কালো ????