আবেগ আর সম্পর্ক নাকি একই জিনিস
প্রথমজন গঙ্গা হলে অপরজন নাকি গঙ্গোত্রী
প্রেমে নাকি স্বীকৃতি না পেলে সে প্রেম সফল নয়
সামাজিক স্বীকৃতির হাত ধরে নাকি সফলতা পায় সমস্ত আবেগ, ধন্য মনের ধরিত্রী হয়
সবাই হাটছে একই আবেগের রাস্তায়
সবার সংজ্ঞাতে সবাই নিজেকে সংজ্ঞায়িত করতে চায়
আজকাল সবাই নাকি আলাদা, আছে সমানাধিকারের দাবি
নিজের আবেগের চাবিকাঠি অন্যের অর্থাৎ সমাজের হাতে তুলে দিয়ে তকমার অপেক্ষা করি
অবশ্যই, তকমাটা হলো বিয়ে
ওটা ছাড়া তো, সবকিছুই ইয়ে
কত বখাটে আর নিচু চরিত্রের জন্ম ওদের হাতে
সবাই মানুষ, সবার সমানাধিকার, কোনো ছাড় নেই এক্ষেত্রে
প্রেম ও সম্পর্ক দুটো একই দেশের আলাদা রাজ্যের মতো
একে অপরকে ছাড়া দুজনই অসম্পূর্ণ
দুজন দুজনকে সম্পূর্ণ করে, মাঝে যতই থাক লক্ষ্য আবেগের ভিড়
সবার কথা মাথায় রেখে, সমাজের দিকে তাকিয়ে কোথায় তলিয়ে যায় লক্ষ্য আবেগের নীড়
আমার আবেগকে স্বীকৃতি পেতে হবে
সবার মতো আমাকেও বিয়ে করতে হবে
বিয়ের পর আত্মীয় স্বজনদের নাম করে রক্তচাপ ও বাড়াতে হবে
বিয়ে করে কি ভুল করেছি, সেটাও লোককে বলতে হবে
অদ্ভুত আমরা, কম বয়সে যেটা যেমন তাকে সেটাই বললে, আমরা আবেগী
আর বেশি বয়সে সেটাই বিশেষজ্ঞের মতামত হয়ে দাঁড়ায়
ঠিক ভুলগুলোর উর্ধে শুধু নিখাদ আবেগগুলোই তলিয়ে যায়
সম্পর্ক পুষ্টি নেয় আবেগ থেকে ঠিকই
কিন্তু সে চলে তার মতো, মস্তিষ্কের অনুপ্রবেশ জরুরি
আবেগের ভারসাম্য নেই, যা টিকে থাকার জন্য জরুরি
তাই আজ প্রেম লাঞ্চিত, গ্রহণযোগ্যতা পায়নি