অপরাধের বীজ

আমার কথা কেউ শোনেনা
আমার কথা কেউ বলেনা
আমাকে কেউ গুরুত্ব দেয় না
আমার কিছু ভালো লাগে না
আমি নিজেকে ভালো রাখতে পারি না
সবাই স্বার্থপর কিন্তু আমি হতে পারি না
সবাই খারাপ কাজ করে কিন্তু আমি করতে পারি না

ইচ্ছে থাকলেও করতে না পারার আক্ষেপ
আক্ষেপ কি প্রমান দেয় না আলোর মধ্যে অন্ধকারের হস্তক্ষেপ
ন্যায় অন্যায়ের বিচার তো বানিয়েছে সমাজ
আজ অনেকের তারই ওপর জন্মেছে খেদ, পড়ছে বাজে প্রভাব

ভালো খারাপ, ন্যায় অন্যায়ের বিচারের আগে তো সবাই মানুষ,

আবেগগুলোকে গুরুত্ব দেওয়া স্বাভাবিক মানুষের গুন ,
আবেগে ও আকাঙ্খাতে যদি হয় অন্যের ক্ষতি ,
সেই মুহূর্তে সমাজের কাছে সে হয়ে যায় দোষী

সব বুঝলাম কারণপত্র, সবাই মানুষ, প্রয়োজন মনুষত্ব
তাবলে কি করে ছাড়পত্র দি, যাতে করতে পারে সবাই মনের মতো
কিভাবে বোঝাই মানুষ যে এখন সব পশুর ঊর্ধ্ব
শরীরের খিদে, মান অভিমান ও ক্রোধ মানব সংবিধানে নিষিদ্ধ

মেয়ে বা ছেলে পণ্যদ্রব্য নয়, নয় তারা পশুনুরূপ আচরণযোগ্য
ভারসাম্য প্রয়োজন সকলের, যদি কেউ তা উপলব্ধি করতো
লিঙ্গ ভেদে মজেছে সমাজ, মজেছে দাবিয়ে রাখতে
এর ওর সমালোচনার আগে নিজেকে যদি জিজ্ঞেস করতে

তাহলে কিছুই করা যাবে না, বলা যাবে না বাক্য
সবার দাবি বোধয় একটাই, বিশ্বাস একে অপরের ওপর যদি রাখো
দিন বদলেছে, সমাজ বদলেছে, হয়তো আমরা নই প্রস্তুত
অপরাধ বাড়ছে চারিপাশে, ভয়ে দিনকাল কাটছে খুব