পৃথিবীটা খুব সুন্দর জানো, কিছু না জানার দেশে
বোধগম্যতার ঘাটতি আসে অজানার হাত ধরে
না জানলে কষ্ট কম, নেই তকমার ঝামেলা
নতুন কিছু ঘটলে বলি অজানা, লোকে বলে ওঠে জানতে যে নেই মানা
যত সমস্যা জানেন তো, ওই জানার হাত ধরেই
সংবিধানের কত আইন, ভালোই তো ছিলাম ও সব না জেনে
সচেতন, সজাগ নাগরিকের মাপকাঠি জানার আকার দিয়ে
কি করবো জেনে, যেখানে কি খাবো, কিভাবে খাবো ভাবতে হয় দিন ফুরিয়ে গেলে
জানার আকার যত বাড়ছে, হচ্ছে মানুষ শিক্ষিত
একে ওপরের প্রতি বিশ্বাস, সমাজের মাঝে ক্রমশই অবলুপ্ত
আমরা আবার বিচার করি, কথা বলি ন্যায়ের
রসদের কথা না ভেবে, জনসংখ্যা বাড়িয়ে চলেছি অভয়ে
নৃশংশতা প্রকৃতি দিয়েছে আমাদের প্রত্যেককে
একে ওপরের কথা ভাবতে শিখিয়েছি আমরা, একে অপরকে
আমাদের সৃষ্ট সমাজে আজ নিজেরাই নিপীড়িত
মাঝে মধ্যে প্রশ্ন তুলি, আমরা এরকম কেন??
উত্তরে নানা মুনির নানা মত, নানা পরিধান
বিভেদের মাঝে দেখো মিলন মহান
ক্ষমতাশালীদের দুর্বলদের ওপর বেশি প্রভাব, সে তো প্রকৃতির কারবার
আমাদের সমাজে তার ব্যাতিক্রম ঘটবে, এরকমই আমার আবদার