আমি তো এখন ছোট্ট ছেলে,
কখনো দুরন্ত, কখনো ডানপিটে।
বাড়িতে মোরে সবাই অবাধ্য বলে বলে চেনে,
ডানপিটে দুরন্ত মনটা তো মোর, খেলাঘরেই থাকে।।
খেলাঘরে আছে কতো না খেলা,
কখনো মজা, তো কখনো আবার সাজা।
আনন্দে কখনো মাতোয়ারা আমি, দুঃখকে আড়াল দিয়ে,
খেলাঘর আমার সম্পূর্ণ আজ, খেলা চলছে বেশ জমিয়ে।।
খেলাঘরে রয়েছে কতো না খেলা,
মন চাইলেই, মাঠের দরজা যে খোলা।
মজায়ে কাটে সময় আজকাল মোর,
ভাবিনি কখনো এসবের মাঝে, আবেগই যে, সবচেয়ে বড় চোর।।
আজ, প্রশ্ন যেন শেষ হয়ে না তার,
সময়ে কখনো যে, থেমে থাকে না আবার।
অজান্তেই ছোট্ট ছেলেটি, আজ বড় হয়েছে,
খেলাঘর আজ, কর্মক্ষেত্রের রুপ নিয়েছে।।
জেনেছে সে আজ, জীবন কয়েকটি মুহূর্তের সমষ্টি মাত্র,
পেয়েছে যে সে আজ মনে, আবেগের অস্তিত্ব,
যা কিনা এ সমাজ, প্রকৃতি, সব ঊর্ধ্ব।
খেলাঘরে যেন সময় এনেছে আজ, আবেগের আভিজাত্য।।
আজ সময় কোথায়ে নিয়ে এসেছে দেখ,
আবেগকে বলে, বাস্তবের সাথে বন্ধুত্ব কর!
আবেগ শুধুই উড়তে চায়, বাস্তব, চায়ে যে তাকে নামাতে,
খেলঘরটা সম্পূর্ণ ছিল আমার, চাইনি যে তাকে হারাতে।।