বাবা আমি বড় হয়েছি আজ

বাবা আমি বড় হয়েছি আজ,
ঝাড়তে শিখেছি হাত পা।
কালকে যে আমি হাঁটতে শিখেছিলাম,
আজ বলতে শিখেছি অ আ ।।

পারি যে আজকে অনেককিছু,
নির্ভরশীলতা গেছে ঘুছে।
যদিও পাইনি এখনো সেই চাকরিটা,
ছোটবেলাতে যা জিজ্ঞেস করতে।।

নাম খ্যাতি ছড়িয়েছে আজ,
মন ভরে যে, করছি কাজ।
একাকীত্ব আজ মনে ধরে খুব, জানোতো তুমি সবই,
 কাজের ফাঁকে তোমার ঘরে, যেতে ইচ্ছে করে খুবই।।

মনে আছে বাবা,স্কুলের সেই প্রথম দিনে,
শিক্ষক আটকে দিয়েছিল আমায়ে,
 কেঁদে ভাসিয়েছিলাম পুরো ক্লাসঘর,
হয়েত বাইরে দাড়িয়ে তুমি ছিলে তাই।

পঁচিশটা বছর কেটে গেছে, জান বাবা,
হয়েত কেটে যাবে আরও অনেক,
কিন্তু হয়েত আর ফিরে পাব না,
 ফেলে এসেছি যা শৈশবে।।

কারনটা হয়েতো খুবই সহজ বাবা,
বাস্তবে, সময় যে আর থেমে থাকে না।
বাস্তব কে আমি বুঝতে শিখেছি আজ,
বাবা, আমি বড় হয়েছি আজ ।।

স্বপ্নের পেছনে ছুটতে যেদিনই শুরু করেছি,
ভাবিনি কিছু, বুঝিনি কিছু, বাড়িঘর আমি ছেড়েছি ।
হয়েতো সেদিনই হাতে অতিতের,
পরিবার সুখের চাবিটা তুলে দিয়েছি।।

জীবন মানে শুধুই কিছু মুহূর্ত,
মাঝে মাঝে মনে হয়ে।
ছোট্ট ছেলেটা বাড়ি ফিরে গিয়ে,
আবার শুধুই যে, সঙ্গে খেলতে যেতে চায়ে ।।

বুঝতে আমি শিখেছি বাবা,
বুঝেছি আবেগের আভিজাত্য।
বাবা আমি বড় হয়েছি আজ,
ছেড়ে এসেছি শৈশবের সেই সারল্য।।